২ নম্বর প্যানেল মেয়র আলমগীর হোসেন মৃধার ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন শরীয়তপুর পৌর পরিষদ। আজ রবিবার ১১টায় ঘণ্টাব্যাপী ওই কর্মসূচি পালনের পর জেলা প্রশাসন ও পুলিশ সুপারের বরাবর স্মারকলিপি দেয়া হয়।
উল্লেখ্য, গত শুক্রবার সকাল ৮ টার দিকে পৌরসভার কাগদি এলাকায় মাদকসেবী হিসেবে পরিচিত শাহাজালাল ব্যাপারী, সাদ্দাম শেখ ও শাহাজালাল মাদবরের নেতৃত্বে আলমগীর মৃধার ওপর হামলা চালানো হয়। হামলাকারীরা হাতুড়ি দিয়ে আলগীরের মাথায় ও পায়ে আঘাত করে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে চলে যায়। স্থানীয়রা মেয়রকে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে যায়। পরে চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠায়।
দ্রুত সময়ের মধ্যে আসামিদের আটক করার আশ্বাস দিয়েছে জেলা পুলিশ। আহত আলমগীর হোসেন স্থানীয় মাদক নির্মূল কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। একাধিক মাদকসেবী ও ব্যবসায়ীকে পুলিশে ধরিয়ে দিয়েছিলেন আলমগীর মৃধা। এর জেরেই মাদকসেবীরা এ হামলা চালিয়েছে বলে ধারনা করছে তার পরিবার।
বিডি প্রতিদিন/১৫ এপ্রিল, ২০১৮/ফারজানা