নওগাঁর পোরশা উপজেলার কুসরপাড়ায় বাসচাপায় ইজিবাইকের দুই যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও পাঁচজন। নিহতরা হলেন- উপজেলার কসনা গ্রামের আব্দুস সালাম (৫০) এবং একই গ্রামের মোসলেমের ছেলে আশরাফুল ইসলাম (৪২)।
রবিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, দুপুরে উপজেলার সারাইগাছী থেকে যাত্রী নিয়ে ব্যাটারি চালিত একটি ইজিবাইক কসনা যাচ্ছিল। পথে কুসরপাড়ায় একটি বাস পেছন থেকে ধাক্কা দিলে ইজিবাইকটি উল্টে যায়। এতে ঘটনাস্থলেই ইজিবাইকের ওই দুই যাত্রীর মৃত্যু হয়।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন