দিনাজপুরের বিরামপুরে ৮ জন মাদক বিক্রেতা এবং খানসামায় ৩ মাদক বিক্রেতা ও ৩ জুয়ারিকে আটক করে পুলিশ। আজ পৃথক পৃথক অভিযান চালিয়ে এবং গত রবিবার রাতে ১১ মাদক বিক্রেতা ও ৩ জুয়ারিকে আটক করে পুলিশ। আজ আটককৃতদের জেল হাজতে প্রেরণ করা হয়।
বিরামপুরে আটককৃতরা হলেন, বিরামপুরের ছাতনী রাউতাড়া গ্রামের মাহমুদ মন্ডল(৩৫) বেগম পুর গ্রামের মমতাজ আলী(৫২) পূর্বজগন্নাথপুর গ্রামের অনিল কুমার সরকার(৪৫) একই গ্রামের আরিফ হোসেন(২৫) শান্তি নগরের খোকন মিয়া(৩০) কৃষ্টচাঁদপুরের রশিদা বেগম(৩০) চকশুলবান গ্রামের হামিদুল ইসলাম(৩০) দেবিপুর গ্রামের কার্তিক রায়(৩৫)।
অপরদিকে, খানসামায় আটককৃতরা হলেন, খানসামার ভাবকি মাস্টারপাড়ার ওসমান আলীর ছেলে সিরাজুল ইসলাম (৫০), আঙ্গারপাড়া সর্দার পাড়ার তারামুদ্দীনের ছেলে নুর আলম (৩২) ও আঙ্গারপাড়া কবিরাজ পাড়ার আইয়ুব আলীর ছেলে আনারুল হক এবং আটক জুয়ারী মধ্য আঙ্গারপাড়া ফকির পাড়ার মৃত ইমান আলীর ছেলে হোসেন আলী (৩৫), মনছুর আলীর ছেলে আমজাদ হোসেন (৩৬) ও মৃত মনির উদ্দীনের ছেলে হাফিজ উদ্দীন (৫০)।
খানসামা থানার ওসি মো. আব্দুল মতিন প্রধান জানান, গত রবিবার রাতে ও সোমবার ভোরে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী ৩ জন এবং ৩ জন জুয়ারিকে আটক করা হয়। আটককৃত ৬ মাদক ও জুয়ারিদের বিরুদ্ধে মামলা করে তাদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
বিরামপুর থানার ওসি আব্দুস সবুর জানান, মাদক বিরোধী পৃথক পৃথক অভিযান চালানো হয়। অভিযানে তাদের কাছে ১শ ৫ পিছ ইয়াবা, ২০ বোতল ফেন্সিডিল, ২০লিটার চোলাই মদ, ১শ গ্রাম গাজা ও ২৫ পিছ অ্যাম্পল ইনজেকশন উদ্ধার করা হয়। আটজনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে পৃথক ৮টি মামলা হয়েছে। এছাড়া ঐ আটজনের বিরুদ্ধে পূর্বের মাদক মামলায় আদালতের গ্রেফতারি পরোয়ানা রয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার