কুমিল্লার হোমনায় এক প্রতিবন্ধী শিশুকে বাড়িতে নিয়ে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। এ ব্যাপারে শিশুটির মা হোমনা থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। আজ পুলিশ স্বাস্থ্য পরীক্ষার জন্য মেয়েটিকে কুমিল্লায় পাঠিয়েছে। ধর্ষক উপজেলার নিলখী ইউনিয়নের মিরাশ (পশ্চিম পাড়া) গ্রামের আলম মিয়ার ছেলে আসিফ (১৯)। আজ রবিবার সন্ধ্যায় থানায় মামলা হলে বিষয়টি জানাজানি হয়।
থানা ও পারিবারিক সূত্র জানায়, ক্ষতিগ্রস্থ মিরাশ গ্রামের শারীরিক ও বুদ্ধি প্রতিবন্ধী ১৩ বছরের কন্যা শিশু। শিশুটির মা জানান, গত শনিবার মেয়েকে বাড়িতে রেখে চিকিৎসার কাজে তিনি উপজেলা সদরে যান। মেয়েটি ওই দিন দুপুরে গোসল করতে বাড়ির টিউবওয়েলে গেলে পাশের বাড়ির আসিফ শিশুটিকে তার (আসিফের) বসত ঘরে ফুসলিয়ে ডেকে নিয়ে ধর্ষণ করে। শিশুটি বাড়ি ফিরেই কান্নাকাটি করে ঘটনাটি তার ভাতিজি রুজিনা আক্তারের কাছে বলে দেয়। রুজিনা বিষয়টি তাকে মোবাইলে জানালে দ্রুত তিনি হোমনা সদর থেকে বাড়ি ফিরে যান। পরে বিষয়টি তার আত্মীয়-স্বজনকে জানিয়ে পরের দিন গত রবিবার মা সেলিনা বেগম বাদী হয়ে হোমনা থানায় ধর্ষণের অভিযোগ মামলা দায়ের করেন।
এ ব্যাপারে হোমনা থানার ওসি রসুল আহমদ নিজামী বলেন, প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগ পেয়েছি। স্বাস্থ্য পরীক্ষার জন্য শিশুটিকে কুমিল্লায় পাঠানো হয়েছে। ইতোমধ্যে আসামিকে ধরতে পুলিশ চেষ্টা চালাচ্ছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার