যশোরে ট্রাকের ধাক্কায় আহসান উল্লাহ নামে পুলিশের একজন উপ-পরিদর্শক (এসআই) (৩৬) নিহত হয়েছেন।
সোমবার বিকেলে যশোর-বেনাপোল সড়কের নবীনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহসান উল্লাহ যশোরের কেশবপুর উপজেলার চিংড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ হিসেবে কর্মরত ছিলেন। দুর্ঘটনার পর পুলিশ ট্রাকটি আটক করলেও এর চালক পালিয়ে গেছে।
এসআই আহসান উল্লাহ নবীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে নিজের মোটরসাইকেলে বসে ছিলেন। এসময় পেছন থেকে একটি ট্রাক তাকে ধাক্কা দিলে তিনি পড়ে যান। ট্রাকের একটি চাকা তার শরীরের ওপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এসআই আহসান উল্লাহর স্ত্রী মাহবুবা আক্তার নবীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা। তাকে নেওয়ার জন্যই তিনি মোটরসাইকেল নিয়ে ওই স্থানে অপেক্ষা করছিলেন। নিহত এসআই আহসান উল্লার বাড়ির মুন্সীগঞ্জ জেলা সদরের চর আব্দুল্লাহপুর এলাকায়।
বিডিপ্রতিদিন/ ই-জাহান