চলন্ত ট্রেনে ছোড়া ইটের আঘাতে আহত রেলওয়ে ট্রাফিক ইন্সপেক্টর বায়েজিত হোসেনকে (৩৫) সোমবার বিকালে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনা হয়েছে। যশোর থেকে খুলনা আসার পথে কমিউটার ট্রেনে দায়িত্ব পালনকালে তিনি আহত হন।
খুলনা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, রবিবার রাতে ট্রেনটি দৌলতপুর স্টেশনের কাছে বিএল কলেজ এলাকায় পৌঁছালে চলন্ত ট্রেনে কে বা কারা ইট নিক্ষেপ করে। ইটটি সরাসরি ওই ট্রাফিক ইন্সপেক্টরের কপালে আঘাত হানলে তিনি গুরুতর জখম হন। ওই সময় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তবে অবস্থার অবনতি হওয়ায় তাকে হেলিকপ্টার যোগে ঢাকায় পাঠানো হয়েছে।
বিডি প্রতিনিধি/৩০ এপ্রিল, ২০১৮/ফারজানা