লালমনিরহাট সদর উপজেলায় ছয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে মহানন্দ রায় (৩৯) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। আজ বিকেলে উপজেলার হারাটি ইউনিয়নের হিরামানিক এলাকায় এ ঘটনা ঘটে। মহানন্দ ওই গ্রামের বিনয় চন্দ্রের ছেলে।
জানা যায়, ওই শিশু বাড়ির পাশে ধানক্ষেতে গেলে মহানন্দ তাকে ধর্ষণ করেন। পরে স্থানীয়রা শিশুটিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করে।
লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ আলম বলেন, শিশুটির খোঁজ খবর নেওয়া হয়েছে। অভিযুক্ত মহানন্দকে গ্রেফতার করতে পুলিশি অভিযান চলছে।
বিডি প্রতিদিন/১লা মে ২০১৮/হিমেল