সিদ্ধিরগঞ্জের পাইনাদী পশ্চিম (ধনুহাজী রোড) সমাজ কল্যাণ সংঘ পাঠাগারের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় পাঠাগারটির কার্যালয়ের উদ্বোধন করা হয়।
পাইনাদী পশ্চিম (ধনুহাজী রোড) সমাজ কল্যাণ সংঘের আহ্বায়ক ও দৈনিক যুগান্তরের সাংবাদিক হোসেন চিশতী সিপলুর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সাত্তার মিয়া। এতে বিশেষ অতিথি ছিলেন সিদ্ধিরগঞ্জ থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. নজরুল ইসলাম।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সংগঠনের যুগ্ম-আহ্বায়ক মো. রুহুল আমিন, সদস্য মো. আবুল কালাম, অ্যাডভোকেট মোশারফ হোসেন মিঠু, মো. আক্তারুজ্জামান, মো. দাদন মিয়া, মো. আলী আকবর, মিজানুর রহমান, আবু সাঈদ খাঁন, আনোয়ার হোসেন, চেরাগ আলী মাড়ল, সিদ্দিক উল্যাহ, আক্তার হোসেন, সামসুল ইসলাম (শাহীন), গোলাম মোস্তফা, মহিউদ্দিন (রিপন) প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সাত্তার মিয়া বলেন, সমাজকে সুন্দর করতে বইয়ের বিকল্প নেই। এ পাঠাগারে মুক্তিযুদ্ধের বই রেখে নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের ইতিহাস জানাতে হবে।
পাইনাদী পশ্চিম (ধনুহাজী রোড) সমাজ কল্যাণ সংঘের উত্তোরত্তর সাফল্য কামনা করে তিনি বলেন, সমাজকে সুন্দর করা পুলিশ প্রশাসনের একার পক্ষে সম্ভব নয়। এ জন্য এ সংগঠন অগ্রণী ভূমিকা পালন করবে।
বিশেষ অতিথির বক্তব্যে সিদ্ধিরগঞ্জ থানার ইন্সপেক্টর (তদন্ত) নজরুল ইসলাম বলেন, বইয়ের বিকল্প নেই। যুব সমাজ বইমুখি হলে মাদকসহ বিভিন্ন অপরাধ থেকে অবশ্যই বিমূখ হবে। এসময় তিনি মাদক নিমূলে এলাকাবাসীকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
বিডি প্রতিদিন/০২ মে ২০১৮/এনায়েত করিম