“যুক্তির ডানায় ভর করে উড়াল দেব উত্তরের আকাশে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনব্যাপী প্রথম 'দিনাজপুর বিতর্ক উৎসব-২০১৮' উদ্বোধন করা হয়।
দিনাজপুর জিলা স্কুল অডিটোরিয়াম হলে দিনাজপুর ডিবেটিং সোসাইটির আয়োজনে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি এবং হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ডিবেটিং সোসাইটি ও ভাবনা-এর পৃষ্ঠপোষকতায় প্রথম দিনাজপুর বিতর্ক উৎসব অনুষ্ঠিত হয়েছে।
গত ১মে সন্ধ্যা ৭টায় প্রথম দিনাজপুর বিতর্ক উৎসব-এর আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এই বিতর্ক উৎসবে দিনাজপুর শহরের প্রায় সাড়ে ৪শত শিক্ষার্থী অংশগ্রহণ করে, অংশগ্রহণকারী শিক্ষার্থীদের নিয়ে বিভিন্ন বিতর্ক কর্মশালা, সংসদীয় ও নান্দনিক মডেল বিতর্ক, বারোয়ারি এবং সনাতনীর উপর বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড-এর উপ-সচিব ড. আব্দুর রাজ্জাক।
বিশেষ অতিথি ছিলেন দিনাজপুর স্কুল অব লিবারেটরস্ এর পরিচালক ও ভাবনা’র সি.ই.ও মোস্তাফিজুর রহমান রুপম, অতিরিক্ত জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. আশিকা আকবর তৃষা, জাতীয় উদ্যান দিনাজপুর রামসাগরের তত্ত্বাবধায়ক আব্দুস সালাম তুহিন, ড্রইং স্কুলের পরিচালক সাকিব রানা, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের স্বর্ণ পদক প্রাপ্ত আব্দুল কাইয়ুম নাহিয়ান প্রমুখ।
সেন্ট ফিলিপস্ হাই স্কুলের শিক্ষার্থী অম্লান মোস্তাফিজ, দিনাজপুর জিলা স্কুলের শিক্ষার্থী তাহফিমুল তানভির রাহিব, ওয়াজেদ সৌমিক, আব্দুর রাকিব এবং গাওসুল আজম শান্তসহ বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানের ১৫ জন শিক্ষার্থীদের নিয়ে দিনাজপুর ডিবেটিং সোসাইটি গঠন করা হয়।
বিডি-প্রতিদিন/ ই-জাহান