বৈরী আবহাওয়ার কারণে মাদারীপুরের শিবচরের কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌরুটে লঞ্চ, ফেরি, স্পিডবোটসহ সব নৌ চলাচল বন্ধ রেখেছে কর্তৃপক্ষ।
বুধবার বিকেল সোয়া ৩টা থেকে সব নৌ চলাচল বন্ধ রাখা হয়।
বিআইডব্লিউটিসির কাঁঠালবাড়ি ঘাট সূত্র জানায়, বিকেল থেকে আকাশ কালো হয়ে মেঘ করে। পরে প্রবল বাতাস শুরু হলে দুর্ঘটনা এড়াতে বন্ধ করে দেয়া হয় সব নৌ চলাচল।
বিআইডব্লিউটিসির কাঁঠালবাড়ি ফেরি ঘাটের ব্যবস্থাপক আব্দুস সালাম মিয়া জানান, প্রবল বাতাসের কারণে ফেরিসহ সব নৌ চলাচল বন্ধ রয়েছে।
বিডি-প্রতিদিন/ ই-জাহান