ময়মনসিংহের ফুলপুরে শবে বরাতের রাতে দুই ইয়াবা ব্যবসায়ীকে আটক করা হয়েছে। গোপন সূত্রের ভিত্তিতে মঙ্গলবার রাতব্যাপী তাদের পাহারায় রাখা হয়। পরে বুধবার সকালে অভিযান চালিয়ে ৫শ’ পিস ইয়াবাসহ তাদের আটক করা হয়।
আটককৃত ইয়াবা ব্যবসায়ী তৌকির (২০)’র বাড়ি ময়মনসিংহ পুরোহিতপাড়ায়। আর নজরুল ইসলাম (৫০)’র বাড়ি গোদারিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন।
নজরুল তার ছেলে তানভীরকে নিয়ে মূলত ব্যবসা চালিয়ে যাচ্ছেন বলে জানান ওসি রুহুল আমিন তালুকদার (তদন্ত)। অফিসার ইনচার্জ একেএম মাহবুব আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে।
বিডি প্রতিদিন/২ মে ২০১৮/হিমেল