নাটোরের নলডাঙ্গায় লিটন হোসেন (২৯) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে নলডাঙ্গা থানা পুলিশ। আজ বুধবার নাটোর-নলডাঙ্গা সড়কের বুড়িরভাগ এলাকায় থেকে পুলিশ তার মৃতদেহ উদ্ধার করে। নিহত লিটন হোসেন খাজুরা লাহিরীপাড়ার মৃত কছিমুদ্দিনের ছেলে বলে জানা গেছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বুধবার সকালে নাটোর-নলডাঙ্গা সড়কের বুড়িরভাগ এলাকায় একটি অটোভ্যান গাড়িতে লিটন হোসেন এর মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ তার মৃতদেহসহ ভ্যানটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
নলডাঙ্গা থানার ওসি নূর হোসেন খন্দকার বলেন, লিটন হোসেন একজন পেশাদার চোর হিসেবে পরিচিত। পুলিশের ধারণা, ভ্যান গাড়িটি চুরি করে নিয়ে যাওয়ার সময় সে নিজে নিজে মরে পড়ে রয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার