ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে চাঁন মিয়া (৫০) ও মিস্তারুল মিয়া (২৫) নামের দু’জনের মৃত্যু হয়েছে। আজ বিকেলে উপজেলার জাটিয়া ইউনিয়নে ফানুর গ্রামে এ হতাহতের ঘটনা ঘটে।
জাটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শামছুল হক ঝন্টু জানান, নিজ ঘরে বিদ্যুৎস্পৃষ্ট হন চাঁন মিয়া। এসময় তাকে বাঁচাতে গিয়ে প্রতিবেশী যুবক মিস্তারুল মিয়াও বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে তাদের উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিডি প্রতিদিন/২ মে ২০১৮/হিমেল