বিএনপি চেয়ারপর্সন খালেদা জিয়াকে কারাগারে রেখে এবং শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকলে নিরপেক্ষ নির্বাচন হবেনা। শেখ হাসিনা দেশের সকল সাংবিধানিক পদগুলোকে দখল করে নিজের পছন্দমতো লোক বসিয়েছেন। এসব লোকের অধীনে নিরপেক্ষ নির্বাচন কোনদিনই সম্ভব নয়। বর্তমান সরকার ৫ জানুয়ারির মতো ভোট বিহীন একটি নির্বাচন করে আবার ক্ষমতা দখল করে রাখতে চায়।
কথাগুলো বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক স্পিকার মুহম্মদ জমির উদ্দিন সরকার।
তিনি আরও বলেন, তাদের নেতাদের বক্তব্য অনুযায়ী আওয়ামী লীগ জনগণের ভোটে নির্বাচিত হবে, যদি এই কথাটি তারা মনে প্রাণে বিশ্বাস করে তাহলে নিরপেক্ষ ও অবাধ নির্বাচন দিতে বাধা কোথায়।
বুধবার বিকেলে টুনির হাট উচ্চ বিদ্যালয়ের হল রুমে স্থানীয় নেতা কর্মীদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন তিনি। সামনের জাতীয় নির্বাচন এবং সরকার বিরোধী আন্দোলনে তৃণমূল নেতা কর্মীদের চাঙ্গা করতে তিনি পঞ্চগড়ে ৫ দিনের সফর করছেন।
টুনিরহাট ইউনিয়ন বিএনপির আয়োজনে সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মজিদ, সহ-সাংগঠনিক সম্পাদক সফিকুল আলম পাটোয়ারী রুবেল, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান বাবু, উপজেলা বিএনপির সভাপতি আবু দাউদ প্রধান, সাধারণ সম্পাদক জাকির হোসেন, জেলা ছাত্রদলের সভাপতি মানিক, ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম প্রমুখ।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন