টাঙ্গাইলের গোপালপুরে পঞ্চম শ্রেণির এক স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা হয়েছে। পুলিশ আসামিকে গ্রেফতারের চেষ্টা করছে। উপজেলার ধোপাকান্দী ইউনিয়নের নারায়নপু গ্রামে এ ঘটনা ঘটে। ধর্ষণের শিকার মেয়েটি স্থানীয় একটি বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী। এ ঘটনায় শিশুটির পিতা বাদী হয়ে মিন্টুকে একমাত্র আসামি করে গোপালপুর থানায় একটি মামলা দায়ের করেছেন।
পুলিশ ও পারিবারিক পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার ধোপাকান্ধি ইউনিয়নের নারায়নপুর গ্রামের আঃ হামিদ মিয়ার ছেলে মোঃ মিন্টুর সাথে স্কুল পড়ুয়া ধর্ষিতা ওই শিক্ষার্থীর বাবার বন্ধুত্ব সম্পর্ক ছিল। সেই সুবাদে মিন্টুর বাড়িতে যাওয়া-আসা ছিল উভয় পরিবারের। সর্বশেষ গত কয়েক দিন আগে স্কুল পড়ুয়া মেয়েটি মিন্টুর বাড়িতে গেলে তাকে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণ করে। পরে কাউকে কিছু বললে মেরে ফেলার ভয় দেখিয়ে বাড়ি পাঠিয়ে দেয়। বাড়িতে এসে ওই ছাত্রী বিষয়টি প্রথমে তার মাকে খুলে বলে। মেয়ের বাবা ঘটনা শুনে ২৯শে এপ্রিল লম্পট মিন্টুকে একমাত্র আসামি করে গোপালপুর থানায় একটি মামলা দায়ের করেন।
এ বিষয়ে গোপালপুর থানা অফিসার ইনচার্জ মোঃ হাসান আল মামুন বলেন, এ ঘটনায় থানায় মামলা নেয়া হয়েছে। এছাড়া ধর্ষণের শিকার মেয়েটিকে মেডিকেল পরিক্ষার জন্য টাঙ্গাইল শেখ হাসিনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আসামীকে গ্রেপ্তারে জোর চেষ্টা চালানো হচ্ছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার