কক্সবাজারের টেকনাফে ১ হাজার পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আটক সেই মাদক ব্যবসায়ী হলেন টেকনাফ কুলাল পাড়ার মৃত নজির আহমদের ছেলে জাহাঙ্গীর আলম(৪২)।
বৃহস্পতিবার ভোরে টেকনাফ থানার উপপরিদর্শক সাইদুল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স কুলাল পাড়া জীপ স্টেশন মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়।
মাদক আইনে মামলা রুজু করে ধৃত ব্যক্তিকে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রনজিত কুমার বড়ুয়া। ধৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে কক্সবাজার ও টেকনাফ থানায় ৫টি মাদকের মামলা রয়েছে বলে জানান তিনি।
বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর