গোপালগঞ্জের মুকসুদপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। মৃত সেই গৃহবধূর নাম রাসমনি মন্ডল (৫৫)।
বৃহস্পতিবার রাতে মুকসুদপুর উপজেলার কাসালিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রাসমনি মন্ডল মুকসুদপুর উপজেলার কাসালিয়া গ্রামের পাগলা মন্ডলের স্ত্রী ও কাশালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা।
নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, নিজ বাড়িতে টেলিভিশন চালানোর জন্য বিদ্যুতের সংযোগ দিতে যাওয়ার সময় অসাবধানবশত বিদ্যুতায়িত হয়ে পড়েন তিনি । পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর