গাজীপুর সিটি করপোরেশনের রাজাবাড়ী এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। মৃত সেই মোটরসাইকেল আরোহীর নাম সাগর বোস (২৯)।
বৃহস্পতিবার রাত ১০ টার দিকে এ দূর্ঘটনা ঘটে। নিহত সাগর বোস গাজীপুর সিটি করপোরেশনের জাঝড় এলাকার অঞ্জন বোসের ছেলে। এ ঘটনায় তার পিতা আহত হয়েছেন।
সালনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাসুদেব সিনহা জানান, কোনাবাড়ী থেকে মোটরসাইকেল যোগে পিতাকে নিয়ে ঝাজড়ে তাদের বাড়িতে যাওয়ার পথে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের রাজাবাড়ী এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি ট্রাক তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়।
তিনি আরও জানান, এ সময় মোটরসাইকেল থেকে পড়ে সাগর বোস ঘটনাস্থলেই মারা যান এবং তার পিতা আহত হয়। পরে স্থানীয়রা আহত অবস্থায় সাগরের পিতা অঞ্জন বোসকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।
বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর