আশুলিয়ায় ককটেল ফাটিয়ে এক জুয়েলারি ব্যবসায়ীর কাছ থেকে ৪০ ভরি স্বর্ণালঙ্কার লুট করেছে ডাকাতরা। এ সময় ককটেলের বিস্ফোরণে ঐ ব্যবসায়ী ও এক কর্মচারী আহত হন। তাদের স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে আশুলিয়ার কুমকুমারী বাজার এলাকায় এ ডাকাতির ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা বলেন, ডাকাতির শিকার সততা জুয়েলার্সের মালিক বিপ্লব সরকার প্রতিদিনের মতো রাতে জুয়েলারি দোকান বন্ধ করে ব্যাগে স্বর্ণালঙ্কার নিয়ে বাড়ি ফিরছিলেন। এ সময় প্রাইভেটকার করে একদল ডাকাত এসে ককটেল ছুড়ে আতঙ্ক সৃষ্টি করে তার সাথে থাকা ৪০ ভরি স্বর্ণালঙ্কার ছিনিয়ে নেয়। এতে ককটেলের বিস্ফোরণে বিপ্লব সরকার ও কর্মচারি বিদ্যুৎ রায় আহত হন। এ সময় আশেপাশের লোকজন ভয়ে ছুটাছুটি করতে শুরু করে। এই সুযোগে ডাকাতরা পালিয়ে যায়।
এ ব্যাপারে আশুলিয়া থানার উপপরিদর্শক শহিদুল ইসলাম বাংলাদেশ প্রতিদিনকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ডাকাতরা আগে থেকেই ওৎ পেতে ছিল।
আশুলিয়ার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আওয়াল বাংলাদেশ প্রতিদিনকে জানান, এই ঘটনার আশে পাশে পোশাক কারখানার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। এ ঘটনায় আশুলিয়া থানায় অজ্ঞাতদের আসামী করে একটি মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি ডাকাতি হওয়া স্বর্ণালঙ্কার উদ্ধার এবং ডাকাতদের গ্রেফতার করতে বিভিন্ন পয়েন্টে চেক পোস্ট বসানো হয়েছে ।
বিডি প্রতিদিন/ ১ জুন ২০১৮/ ওয়াসিফ