টাঙ্গাইলের কালিহাতী উপজেলার সরাতৈল এলাকায় শুক্রবার ভোরে পৃথক দুই স্থানে ট্রেনে কাটা পড়ে দুই জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে এক জনের পরিচয় জানা গেছে। তিনি মির্জাপুর উপজেলার সুমন মিয়া। অন্যজনের পরিচয় জানা যায়নি। নিহতের হাতে একটি ব্যাচ লাইট রয়েছে।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশারফ হোসেন জানান, ছিলিহাটী থেকে ছেড়ে আসা নীলফামারী এক্সপ্রেস ট্রেনটি ঢাকার দিকে যাচ্ছিল। পথিমধ্যে ট্রেনটি শুক্রবার ভোরে কালিহাতী উপজেলার সরাতৈল এলাকায় পৌছালে পৃথক দু'টি স্থানে ওই দুই যুবক ট্রেনে কাটা পড়ে।
নিহতের মধ্যে সুমনের লাশ স্বজনরা বাড়ি নিয়ে গেছে। অপর ব্যক্তির লাশ রেল লাইনের পাশেই রয়েছে। রেলওয়ে পুলিশকে খবর দেওয়া হয়েছে। তারা এসে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবে বলেও ওসি জানান।
বিডি প্রতিদিন/ ১ জুন ২০১৮/ ওয়াসিফ