টাঙ্গাইল পৌর এলাকার দক্ষিণ কাগমারা এলাকা থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার নাম শামছুল আলম, বয়স ৬০ বছর। শুক্রবার সকাল ৯টায় মরদেহটি উদ্ধার করা হয়।
এ ব্যাপারে টাঙ্গাইল থানা সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে বাড়ি থেকে শামছুল আলম বের হয়ে যান। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। সকালে স্থানীয় লোকজন দক্ষিণ কাগমারা এলাকায় একটি ধান ক্ষেতে ওই ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়ে দেয়।
নিহত শামছুল আলম শহরের পূর্ব আদালত পাড়া এলাকার মৌলভি আব্দুর রহিমের ছেলে। তিনি পেশায় একজন কাজী ছিলেন।
বিডি প্রতিদিন/ ১ জুন ২০১৮/ ওয়াসিফ