নওগাঁয় শহরের বালুডাঙ্গা বাস টার্মিনালে শুক্রবার সকালে অভিযান চালিয়ে মাদকসহ দুই বিক্রেতাকে আটক করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা।
এ ব্যাপারে জেলা পুলিশের গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম শামসুদ্দিন জানান, ওই দু’জন পুলিশের তালিকাভুক্ত মাদক বিক্রেতা। সকালে তারা মাদকসহ বালুডাঙ্গা বাস টার্মিনালে অবস্থান করছিলেন। খবর পেয়ে সেখানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ২৬ গ্রাম হেরোইন এবং ১০০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়।
আটক করার পর তাদের বিরুদ্ধে নিজ নিজ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।
আটক মাদক বিক্রেতারা হলেন-সদর উপজেলার পয়না গ্রামের সাইফুল ইসলামের স্ত্রী সাবিনা (৩৫) এবং মান্দা উপজেলার দেলুয়াবাড়ি গ্রামের মৃত নবীর উদ্দিনের ছেলে আহসান হাবিব (৪০)।
বিডি প্রতিদিন/ ১ জুন ২০১৮/ ওয়াসিফ