গাজীপুর সিটি করপোরেশনের ভাদুন এলাকায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। নিহত কামরুল ইসলাম ওরফে কামু টঙ্গী এলাকার বাসিন্দা। নিহত কামরুলের বিরুদ্ধে হত্যা ও মাদকসহ বিভিন্ন অপরাধে ১৪টি মামলা রয়েছে।
গাজীপুর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আমির হোসেন জানান, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুর গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে কালীগঞ্জ থেকে মাদক ব্যবসায়ী কামরুল ইসলামকে আটক করে। এসময় তাকে তল্লাশি করে ৪ হাজার পিচ ইয়াবা উদ্ধার করে। পরে তাকে নিয়ে গাজীপুর শহরে ফেরার পথে রাত দেড়টার দিকে ভাদুন এলাকায় পৌছালে হাঠৎ করে কিছু মাদক ব্যবসায়ী পুলিশের গাড়ি লক্ষা করে গুলি ছুঁড়ে। পুলিশও পাল্টা গুলি ছুঁড়লে মাদক ব্যবসায়ীরা কামরুলসহ অন্যরা পালিয়ে যাওয়ার চেষ্টাকালে মাদক ব্যবসায়ী কামরুল গুলিবিদ্ধ হয়। পরে তাকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, নিহত কামরুলের বিরুদ্ধে হত্যা ও মাদকসহ বিভিন্ন অপরাধে ১৪টি মামলা রয়েছে।
বিডি প্রতিদিন/ ১ জুন ২০১৮/ ওয়াসিফ