নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার মেঘনা নদীর নলচিরা এলাকা থেকে শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে গলা কাটা এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
এর আগে বৃহস্পতিবার রাতে হাতিয়ার মেঘনা নদীর চেয়ারম্যানঘাট এলাকা থেকে ভাসমান অবস্থায় আরও এক যুবকের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। নিহতের কারও নাম পরিচয় জানা যায়নি।
স্থানীয়রা ভাসমান মৃতদেহ দেখে থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ নিহতের মৃতদেহ উদ্ধার করে। হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান শিকদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বিডি প্রতিদিন/ফারজানা