নেত্রকোনার আটপাড়ায় বিদ্যুৎপৃষ্ট হয়ে অন্তর নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে স্বরমুশিয়া ইউনিয়নের যাদবপুর গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
নিহত অন্তর যাদবপুর গ্রামের মস্তো মিয়ার একমাত্র ছেলে।
প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে অন্তর গবাদি পশুর ঘাস কাটতে গেলে আটপাড়া পল্লী বিদ্যুৎ সমিতির আওতাধীন পিলারের ঝুলন্ত তারে জড়িয়ে বিদ্যুৎপৃষ্ঠ হয়। খবর পেয়ে এলাকাবাসী শিশুটিকে উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিডি প্রতিদিন/এনায়েত করিম