ময়মনসিংহের ফুলপুরে জোসনা (৪০) নামে একজনের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে ফুলপুর থানা পুলিশ। শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার নগুয়া কাঁকড়ার চড় গ্রামের নগুয়া ব্রীজ সংলগ্ন এলাকা থেকে জোসনার লাশ উদ্ধার করা হয়।
জোসনা ভাইটকান্দি ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের নুরুল ইসলামের স্ত্রী বলে জানা গেছে। সে ৬ সন্তানের জননী। নিহতের কারণ জানা যায়নি।
ওসি একেএম মাহবুব অালম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ময়নাতদন্তের জন্য লাশ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/ফারজানা