পটুয়াখালীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে দুটি ট্রাকবোঝাই সাড়ে ৯ লাখ বাগদা ও গলদা রেনু পোনা জব্দ করেছে কোস্টগার্ড। এ সময় দুই ট্রাক চালকসহ ৮ জনকে আটক করা হয়েছে। আজ শুক্রবার ভোররাতে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এদের আটক করা হয়। পরে জব্দকৃত রেনু পোনা নদীতে অবমুক্ত করা হয়েছে।
আটককৃতরা হলো চালক মো. শফিকুল ও মো. হিরা। এছাড়া মৎস্য শ্রমিক জহিরুল ইসলাম, মো. মাহাবুব, আলী হোসেন, মো. সুমন, মো. শহিদুল ও সুমন মিয়া। এদের বাড়ি খুলনা ও সাতক্ষীরার বিভিন্ন স্থানে। সকালে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে বিচারক নির্বাহী ম্যাজিষ্ট্রেট শাবেকুন নাহার আটককৃতদের মোট সাড়ে ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
কোষ্টগার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাতে পটুয়াখালী ব্রিজের টোলপ্লাজায় অবস্থান করে গলাচিপা থেকে খুলনা গামী একটি ট্রাকে তল্লাশী চালিয়ে পাতিল ও ড্রামভর্তি ৭ লক্ষ ৩৫ হাজার গলদা ও ৭০ হাজার বাগদা রেণু এবং লেবুখালী ফেরীঘাটে কলাপাড়া থেকে খুলনা গামী আরো একটি ট্রাকে তল্লাশী করে ড্রাম ভর্তি এক লক্ষ ৫০ হাজার বাগদা ও ১ লাখ গলদা রেণু আটক করা হয়। এসময় দুই ট্রাকের দুই ড্রাইভারসহ ৮ জনকে আটক হয়।
জেলা মৎস্য কর্মকর্ত মো. মশিউর রহমান জানান, জব্দকৃত পোনার বাজার মূল্য আনুমানিক ১৯ লক্ষ টাকা। রেনু পোনাগুলো গলাচিপা ও কলাপাড়া থেকে খুলনা পাচারের উদ্দেশ্যে পরিবহন করা হচ্ছিল।
বিডি প্রতিদিন/১ জুন ২০১৮/হিমেল