বগুড়ার সোনাতলা উপজেলায় প্রবাসী স্বামীর সঙ্গে মুঠোফোনে ঝগড়া করে শাবনুর বেগম (২১) নামের এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। শাবনুর সোনাতলা উপজেলার জোড়গাছা ইউনিয়নের গোসাইবাড়ি প্রামের প্রবাসী গোলাম রব্বানীর স্ত্রী।
পরিবারের সদস্যরা জানায়, তিন বছর আগে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। তাদের সংসারে দেড় বছরের এক কন্যা সন্তান রয়েছে। তার স্বামী দেড় বছর আগে কাজের সন্ধানে ওমান গিয়েছেন। বৃহস্পতিবার রাতে প্রবাসী স্বামীর সঙ্গে মুঠোফোনে ঝগড়া হয় শাবনুর বেগমের। এরপর শুক্রবার রাতে সেহেরী খাওয়ার সময়ও ওই গৃহবধূর কথার আওয়াজ পাওয়া যায়। পরে সকালে শয়ন ঘরে তীরের সাথে ওই গৃহবধূর লাশ ঝুলতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।
বগুড়ার সোনাতলা থানার এসআই সোহেল রানা আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশ ময়নাতদন্তের জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল (শজিমেক) মর্গে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/১ জুন ২০১৮/হিমেল