মুক্তিপণের দাবিতে অপহৃত ১৮ জেলে ও জেলেদের ব্যবহৃত ১০টি ট্রলার উদ্ধার করেছে মোংলা কোস্টগার্ড পশ্চিম জোনের সদস্যরা। পশ্চিম সুন্দরবনের নলিয়ান ষ্টেশনের পারার খাল সংলগ্ন এলাকা থেকে শুক্রবার দুপুরে তাদের উদ্ধার করা হয়। এসময়ে আটক করা হয়েছে বনদস্যুদের ব্যবহৃত একটি ট্রলার।
মোংলা কোস্টগার্ড পশ্চিম জোনের সহকারী গোয়েন্দা পরিচালক লে. কমান্ডার আব্দুল্লাহ আল মারুফ জানান, বনদস্যুরা মুক্তিপণের দাবিতে অপহৃত জেলেদের তাদের ব্যবহৃত ট্রলারসহ পশ্চিম সুন্দরবনের নলিয়ান ষ্টেশনের পারার খালে আটকে রেখেছে এমন গোপর খবরের ভিত্তিতে দুপুরে অভিযানে নামে মোংলা কোস্টগার্ডের সদস্যরা। কোস্টগার্ডের সদস্যরা পারার খালে পৌঁছালে বনদস্যুরা অপহৃত ১৮ জন জেলে ও জেলেদের ব্যবহৃত ১০ টি ট্রলারসহ বনদস্যুদের ব্যবহৃত একটি ট্রলার ফেলে সুন্দরবনের গহীন অরণ্যে পালিয়ে যায়। ১০টি ট্রলারসহ অপহৃত ১৮ জেলে ও বনদস্যুদের ব্যবহৃত একটি ট্রলার বিকালে দাকোপ থানায় হস্তান্তর হরা হয়েছে।
বিডি প্রতিদিন/১ জুন ২০১৮/হিমেল