নরসিংদীর শিবপুরে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৭ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার সন্ধ্যায় শিবপুর পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ আলোচনা সভা ও ইফতারের আয়োজন করা হয়।
শিবপুর উপজেলা বিএনপির সভাপতি আবুল হারিজ রিকাবদারের সভাপতিত্বে আলোচনা সভা ও ইফতার মাহফিলে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির আইন বিয়ষক সম্পাদক এড. সানাউল্লা মিয়া, জেরা বিএনপির সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন মাষ্টার, সহ-সভাপতি সুলতান উদ্দিন মোল্লা, শিবপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু সালেক রিকাবদার প্রমূখ।
বিডি প্রতিদিন/১ জুন ২০১৮/হিমেল