বরিশালের গৌরনদী উপজেলার কিংডম ইলোকট্রনিক্স ও মোবাইল সেন্টারে চুরি হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাতে ১০ লাখ টাকা মূল্যমানের ৮০টি এন্ড্রোয়েড মোবাইল সেট সহ নগদ ১০ হাজার টাকা নিয়ে গেছে চোর। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
দোকান মালিক এইচএম রুহুল আমীন জানান, প্রতিদিনের ন্যায় গত বৃহস্পতিবার রাতে দোকান তালা বদ্ধ করে বাড়ি যান তিনি। শুক্রবার সকালে দোকানে ঢুকে দেখতে পান দোকানের পিছনের চালার টিন কেটে দুর্বৃত্তরা ভিতরে ঢুকে তিনটি আলমিরার তালা ভেঙ্গে ৮০টি বিভিন্ন কোম্পানীর এন্ড্রোয়েড সেট ও নগদ ১০ হাজার টাকা নিয়ে গেছে। এ ঘটনায় দোকান মালিক রুহুল আমিন গৌরনদী থানায় সাধারন ডায়েরী করেছেন।
খবর পেয়ে গৌরনদী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. আফজাল হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এর আগে গত শুক্রবার প্রকাশ্য দিবালোকে টরকী বাসষ্ট্যান্ডে বিকাশ পয়েন্ট থেকে ৫ লক্ষাধিক টাকা চুরির ঘটনা ঘটে।
বিডি-প্রতিদিন/ ই-জাহান