দিনাজপুর জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১৪ মাদক বিক্রেতাকে আটক করেছে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
শুক্রবার দিনগত রাত থেকে শনিবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
এসময় তাদের কাছ থেকে ১৯২ পিস ইয়াবা, ৫৭ বোতল ফেনসিডিল, ১০০ গ্রাম গাঁজা, দশমিক ৩০ গ্রাম হেরোইন ও মাদক বিক্রির নগদ ২০ হাজার ৫০ টাকা উদ্ধার করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ওই ১৪ মাদক বিক্রেতাকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন দিনাজপুর পুলিশ নিয়ন্ত্রণ কক্ষের (কন্ট্রোল রুম) দায়িত্বরত সদস্য সুলতানা ইয়াসমিন নাদিয়া।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন