খুলনার নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের শপথগ্রহণ আগামী ৫ জুলাই অনুষ্ঠিত হবে। ঢাকায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে সকাল ১১টায় নবনির্বাচিত মেয়র তালুকদার আব্দুল খালেককে শপথ বাক্য পাঠ করাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ মঙ্গলবার বিকালে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে এ সম্পর্কিত ফ্যাক্স বার্তা খুলনায় পৌঁছে। খুলনা সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা বরাবর এই ফাক্স বার্তা পাঠানো হয়েছে।
উল্লেখ্য, গত ১৫ মে খুলনা সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে বিএনপির প্রার্থী নজরুল ইসলাম মঞ্জুকে পরাজিত করে আওয়ামী লীগের প্রার্থী তালুকদার আব্দুল খালেক মেয়র নির্বাচিত হয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার