দিনাজপুরের চিরিরবন্দরে অটো চালক ফজলে রাব্বীকে নৃশংসভাবে হত্যা করে অটোচার্জার ভ্যান নিয়ে পালিয়ে যাওয়া ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদের আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, দিনাজপুর জেলা পুলিশ সুপার মো. মারুফাত হোসাইনের নির্দেশে সহকারি পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আব্দুল হালিম ও থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রুহুল আমিনের নেতৃত্বে চিরিরবন্দর পুলিশ অভিযান চালিয়ে হত্যাকারীদের মোবাইল কললিস্ট বিশ্লেষণের মাধ্যমে শনাক্ত করে।
গ্রেপ্তারকৃতরা হলেন মাসুদ হোসেন (বড় হাশিমপুর), মোফাজ্জল হোসেন বাবু ও মমিনুল ইসলাম মোমিন (দগরবাড়ি এলাকা থেকে)। পুলিশ হত্যার সাথে ব্যবহৃত অটোচার্জার ও ব্যাটারী উদ্ধার করেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা হত্যার কথা স্বীকার করেছে।
পুলিশ কর্মকর্তা জানান, আট ঘণ্টার কম সময়ে হত্যাকারীদের শনাক্ত ও গ্রেপ্তার করা সম্ভব হয়েছে।
উল্লেখ্য, গত ৭ সেপ্টেম্বর দুপুরে চিরিরবন্দর উপজেলার বিন্যাকুড়ি তালদিঘীর পাড় এলাকা থেকে ফজলে রাব্বীর নৃশংস মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের চাচা থানায় একটি মামলা দায়ের করেন।
বিডি প্রতিদিন/হিমেল