আধিপত্য বিস্তার, দুই সন্ত্রাসী বাহিনী কোন্দল ও সরকারি খাস জমিতে মসজিদ নির্মাণ কেন্দ্র করে কক্সবাজার শহরে প্রতিপক্ষের গুলিতে এক যুবক নিহত হয়েছেন। নিহত যুবকের নাম মো. ইসমাঈল (২৬)। ইসমাঈল একই এলাকার লালুর ছেলে ও পেশায় ইলেক্ট্রিশিয়ান।
মঙ্গলবার রাত ৯টায় কক্সবাজার পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের পাহাড়তলির ইসলামপুরে সন্ত্রাসী নুর আহমদ বাহিনীর গুলিতে বাবুল বাহিনীর ইসমাঈল মারা যান। কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ উদ্দিন খন্দকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, প্রাথমিকভাবে পুলিশ জানতে পেরেছে খাস জমিতে মসজিদ নির্মাণ কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে এক যুবক নিহত হয়েছেন। ঘটনাস্থলে পুলিশ রয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর