যশোরের চৌগাছায় গুলিবিদ্ধ হয়ে এক ব্যক্তি নিহত হয়েছেন। দু’দল সন্ত্রাসীর মধ্যে বন্দুকযুদ্ধের সময় গুলিবিদ্ধ হয়ে ওই ব্যক্তি নিহত হন বলে দাবি করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে অস্ত্র, গুলি ও গাঁজা উদ্ধার করা হয়েছে।
চৌগাছা থানার ওসি খন্দকার শামীম উদ্দিন জানান, বুধবার ভোররাতের দিকে চৌগাছার আফরা গ্রামে দু’দল সন্ত্রাসী বন্দুকযুদ্ধে লিপ্ত হয়েছে বলে পুলিশ খবর পায়। এসময় পুলিশের একটি টিম ঘটনাস্থলে গেলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল তল্লাশীকালে পুলিশ এক ব্যক্তিকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখে। তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। ওসি বলেন, ঘটনাস্থল থেকে পুলিশ একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি ও তিন কেজি গাঁজা উদ্ধার করেছে। নিহত ব্যক্তির পরিচয় জানাতে পারেনি পুলিশ। তার বয়স আনুমানিক ৪০ বছর হতে পারে।
বিডি প্রতিদিন/৪ জুলাই ২০১৮/হিমেল