ঝিনাইদহে সড়ক সংস্কারে অনিয়মের প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী। বুধবার সকালে সড়ক বিভাগের কর্মকর্তাদের দুর্নীতি, অনিয়ম ও লুটপাটের প্রতিবাদে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়।
শহরের পাগলাকানাই মোড় এলাকায় এ কর্মসূচি পালন করে ভুক্তভোগি নাগরিক সমাজ। এতে ব্যানার ফেস্টুন নিয়ে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেয়। খবর পেয়ে ঝিনাইদহ সড়ক বিভাগের কার্য সহকারী আতিয়ার রহমান, এসডি নাজমুল সাকিবসহ কয়েকজন কর্মচারী সড়কে ইট ফেলতে আসলে এলাকাবাসীর রোষানলে পড়ে। পরে সাংবাদিক ও সুনীল সমাজের প্রতিনিধিদের হস্তক্ষেপে তাদেরকে ঘটনাস্থল থেকে নিরাপদে পাঠিয়ে দেওয়া হয়।
মানববন্ধন কমসূচিতে বক্তব্য রাখেন ঝিনাইদহ জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম, আওয়ামী লীগ নেতা মাসুদুর রহমান, যুবনেতা লিটন, স্থানীয় দোকান মালিক সমিতির সভাপতি মশিউর রহমান, সাধারণ সম্পাদক রাজু আহম্মেদ পল্টন, সমাজকর্মী সাব্বির আহমদ, মানবাধিকার কর্মী মাহমুদ আল হাসান সাগর, ব্যবসায়ী তাপস দত্ত, সাজেদুর রহমান, মুস্তাফিজুর রহমান, সাখাওয়াত হোসেন, আরিফ হাসানসহ স্থানীয় এলাকাবাসী, পেশাজীবী, শিক্ষক, ব্যবসায়ীসহ সবস্তরের জনগণ।
এসময় বক্তারা বলেন, কয়েকদিন শহরের বাস টার্মিনাল থেকে হামদহ মোড় পর্যন্ত সাড়ে ৬ কিলোমিটার সড়কের কয়েকটি স্থান মেরামত করা হয়। তাতে ব্যয় ধরা হয় ৮৯ লাখ টাকা। মেরামতের ১ সপ্তাহের ব্যবধানে কোন কোন স্থানে বিটুমিন উঠে বড় গর্তের সৃষ্টি হয়েছে। এতে চরম দুর্ভোগের শিকার হচ্ছে তারা।
বিডি প্রতিদিন/৪ জুলাই ২০১৮/হিমেল