টেকনাফে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৪৮ পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। মঙ্গলবার রাতে টেকনাফ পৌরসভার পুরান পল্লান পাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক ব্যক্তি পৌরসভার পুরান পল্লান পাড়া এলাকার অলি আহমদের ছেলে নাজির হোসেন (৩২)।
পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রনয় চাকমার ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে তাকে ৬ মাসের কারাদণ্ড প্রদান করে কারাগারে প্রেরণের জন্য থানায় সোপর্দ করা হয়।
স্থানীয়রা জানান, নাজির হোসেন একসময় টিভি মেকানিকের কাজ করতো। পরবর্তীতে সে ইয়াবা সেবনের অর্থ যোগার করতে খুচরা ইয়াবা ব্যবসা শুরু করে।
বিডি প্রতিদিন/৪ জুলাই ২০১৮/হিমেল