টাঙ্গাইলে ছয় মাদকসেবীকে দুই মাস করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। আজ বুধবার টাঙ্গাইল শহরের কান্দাপাড়া এলাকায় র্যাব অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে। পরে দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম আব্দুর করিম তাদেরকে কারাদণ্ড দেন।
র্যাব-১২ এর তিন নম্বর কোম্পানী কমান্ডার মেজর রবিউল ইসলাম জানান, দন্ডিতরা হচ্ছেন টাঙ্গাইল শহরের কান্দাপাড়ার নাথু চৌহানের ছেলে থিতিশ চৌহান (৩২) ও আসলাম মিয়ার ছেলে মহরম মিয়া (৩০), শহরের কলেজ পাড়ার আশরাফ উদ্দিনের ছেলে গিয়াস উদ্দিন (৩৭) ও মৃত হাশেমের ছেলে জুলহাস (৩৫), দক্ষিণ কলেজ পাড়ার মৃত আতোয়ারের ছেলে উজ্জ্বল (৩০) এবং কালিহাতী উপজেলার পৌলি গ্রামের উত্তম মালাকারের ছেলে রাজিব মালাকার (২৫)।
বিডি প্রতিদিন/এ মজুমদার