ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের ফেনীর খাইয়ারা রাস্তার মাথায় আজ কাভার্ড ভ্যানের ধাক্কায় আবুল খায়ের (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছে। তিনি ফরহাদ নগর ইউনিয়নের চর কালীদাস গ্রামের বেড়িবাধ এলাকার বাসিন্দা।
স্থানীয়রা জানায়, সকালে তিনি খাইয়ারা রাস্তার মাথায় এসে ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক পার হওয়ার সময় ঢাকাগামী একটি কাভার্ডভ্যান তাকে ধাক্কা দিলে তিনি গুরুত্বর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে ফেনী জেলা সদর হাসপাতালে নিয়ে যান। পরে চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান।
বিডি প্রতিদিন/এ মজুমদার