নোয়াখালীর সোনাইমুড়ীতে বুদ্ধিপ্রতিবন্ধী ভাতিজিকে ধর্ষণের অভিযোগ উঠেছে চাচার বিরুদ্ধে। এ ঘটনায় ধর্ষিতার বাবা আজ সন্ধ্যায় সোনাইমুড়ী থানায় একটি অভিযোগ দায়ের করেন। ঘটনাটি ঘটে উপজেলার বজরা ইউপির রাজারামপুর গ্রামে।
সোনাইমুড়ী থানা ও ভুক্তোভুগী পরিবারের সূত্রে জানা যায়, সোনাইমুড়ী বজরা ইউপির রাজারামপুর গ্রামের নজিম উদ্দিন ব্যাপারী বাড়ীর মৃত আলী হোসেনের ছেলে শরীফ উল্যাহ (৫৫) তার চাচাতো ভাইয়ের বুদ্ধি প্রতিবন্ধী (১৫) মেয়েকে বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে গত ৩ বছর ধরে ধর্ষণ করে আসছিল। শনিবার সকালে ধর্ষিতার মা তার ছোট ছেলেকে স্কুলে নিয়ে গেলে ঘরে একা পেয়ে আবারো ঐ প্রতিবন্ধীকে জোরপূর্বক ধর্ষণ করে শরিফ। এসময় ধর্ষিতার বাবার উপস্থিতির টের পেয়ে শরীফ সরে পড়ে। পরে ধর্ষিতার বাবা মেয়েটিকে শরীফ আসার কারণ জিজ্ঞেস করলে সে ঘটনাটি বিস্তারিত খুলে বলে। এলাকায় জানাজানি হলে ধর্ষিতার বাবা আজ বুধবার সন্ধ্যায় সোনাইমুড়ী থানায় এ বিষয়ে একটি অভিযোগ দায়ের করে।
ভিকটিমের মা কান্না জড়িত কণ্ঠে বলেন, আমাদেরকে বিভিন্নভাবে প্রাণনাশের হুমকি প্রদান করা হচ্ছে। আমরা লম্পট শরীফের কঠিন শাস্তি দাবি করছি।
এ বিষয়ে সোনাইমুড়ী থানা অফিসার ইনচার্জ (ওসি) নাসিম উদ্দিন জানান, ধর্ষিতার বাবা বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করে। বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
বিডি প্রতিদিন/এ মজুমদার