যশোরের বেনাপোল সীমান্ত থেকে হাফিজুর রহমান (৩০) নামে এক যুবককে অস্ত্র-গুলিসহ আটক করেছে বিজিবি সদস্যরা।
বুধবার দিবাগত রাতে সীমান্তবর্তী বেনাপোলের গাতিপাড়া-দৌলতপুর সড়কের পাশ থেকে তাকে আটক করা হয়।
বেনাপোলের দৌলতপুর বিজিবি ক্যাম্পের হাবিলদার মোছাদেক্কুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তারা অভিযান চালিয়ে ওই যুবককে আটক করে। পরে তার শরীর তল্লাশি চালিয়ে একটি বিদেশি পিস্তল, তিন রাউন্ড গুলি ও দু'টি ম্যাগজিন পাওয়া যায়। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্টথানায় সোপর্দ করা হয়েছে বলেও জানান তিনি।
বেনাপোল পোর্টথানার উপ পরিদর্শক (এসআই) মফিজুর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বিডি-প্রতিদিন/০৫ জুলাই, ২০১৮/মাহবুব