মেহেরপুরে পুলিশের বিশেষ অভিযানে ১৫ আসামি গ্রেফতার হয়েছেন। বুধবার দিনগত রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত জেলার সদর, গাংনী, মুজিবনগর থানা ও গোয়েন্দা পুলিশের সদস্যরা অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
বিষয়টি নিশ্চিত করে জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন জানান, মুজিবনগর উপজেলার যতারপুর গ্রামে অভিযান চালিয়ে খোদা বকসের ছেলে জিন্নাত আলী বিশ্বাস (৫৩), ইয়াকুব আলী সরদারের ছেলে জিনারুল ইসলাম সরদার (৪০) ও ইবাদত আলীর ছেলে বক্কার সিদ্দীককে গ্রেফতার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে তিনটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। এ ব্যাপারে মুজিবনগর থানায় পৃথক তিনটি মামলা করা হয়েছে। এছাড়া অভিযান চালিয়ে জিআর ও সিআর মামলার পরোয়ানাভুক্ত ১২ আসামিকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতার আসামিদের আদালতের মাধ্যমে মেহেরপুর কারাগারে পাঠনোর প্রস্তুতি চলছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার শেখ মো. জাহিদুল ইসলাম।
বিডি প্রতিদিন/এনায়েত করিম