সাংবাদিক সুবর্ণা নদীকে কুপিয়ে হত্যার প্রতিবাদে দোষীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে নওগাঁ জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
বৃহস্পতিবার দুপুরে মানববন্ধনে নওগাঁ প্রেস ক্লাবের সভাপতি কায়েস উদ্দিনের সভাপতিত্বে এবং আনন্দ টিভির নিজস্ব প্রতিনিধি কাজী কামাল হোসেনের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মীর মোশারফ হোসেন জুয়েল, সিনিয়র সহ-সভাপতি শফিকুল ইসলাম খোকন, যুগ্ম-সম্পাদক শফিক ছোটন, সাবেক সভাপতি নবির উদ্দিন, এনটিভির প্রতিনিধি আসাদুর রহমান জয়, নিউজ ২৪ ও বাংলাদেশ প্রতিদিনের প্রতিনিধি বাবুল আখতার রানা, এটিএন বাংলার প্রতিনিধি রায়হান আলম, দিপ্ত টিভির প্রতিনিধি আব্দুর রউফ রিপন প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তারা সাংবাদিক হত্যার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দোষীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
বিডি-প্রতিদিন/৩০ আগস্ট, ২০১৮/মাহবুব