জাতীয় শোক দিবস উপলক্ষে আজ বৃহস্পতিবার সকালে মাগুরা শহরে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শহরের নোমানী ময়দান থেকে র্যালিটি বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে আলোচনা সভায় রূপ নেয়।
জেলা আওয়ামী লীগের সভাপতি তানজেল হোসেন খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য মেজর জেনারেল অবসর প্রাপ্ত এটিএম আব্দুল ওয়াহ্হা, মহিলা সংসদ সদস্য কামরুল লায়লা জলি, প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব সাইফুজ্জামান শিখর, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পঙ্কজ কুন্ডুসহ বিভিন্ন পর্যায়ের নের্তৃবৃন্দ।
এ সময় নেতারা আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীককে বিজয়ী করতে তৃণমূল পর্যায়ের সকল নেতাকর্মীকে এক হয়ে কাজ করার আহ্বান জানান।
বিডি প্রতিদিন/এনায়েত করিম