চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার হঠাৎপাড়া থেকে ১৮ কেজি ৭০০ গ্রাম রূপার গহনা জব্দ করেছে বিজিবি। এসময় রূপার গহনা পাচারে ব্যবহৃত একটি মোটরসাইকেল আটক করা হয়। বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে এগুলো জব্দ করা হয়।
জব্দ মালামালের মূল্য ৩০ লাখ ৮৫ হাজার ৪০০ টাকা।
চুয়াডাঙ্গা ৬ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল মো. ইমাম হাসান জানান, গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার সকালে বিজিবির একটি বিশেষ টহল দল হঠাৎপাড়া গ্রামের চার রাস্তার মোড়ে অভিযান চালায়। এসময় বিজিবি সন্দেহভাজন একটি মোটরসাইকেলকে চ্যালেঞ্জ করলে চালক মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়। পরে মোটরসাইকেলে লুকানো বাক্স থেকে ১৮ কেজি ৭০০ গ্রাম (এক হাজার ৬০৩ ভরি) রূপার গহনা উদ্ধার করা হয়। জব্দ রূপার গহনা ও মোটরসাইকেল কাস্টমস্ অফিসে জমা দেয়া হয়েছে।
বিডি প্রতিদিন/এনায়েত করিম