ভালুকায় ধামশুর দাখিল মাদ্রাসা মোড় এলাকায় মেসার্স সুরভী মেডিকেল হল এন্ড কসমেটিকস নামের একটি দোকানে অগ্নিকাণ্ডে প্রায় পনের লাখ টাকার মালামাল ভস্মীভূত হয়েছে।
বুধবার ভোরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে প্রায় ১৫লাখ টাকার মালামাল পুড়ে গেছে।
মেসার্স সুরভী মেডিকেল হল এন্ড কসমেটিকসের মালিক মো. মাসুদুর রহমান জানান, মানুষের কাছ থেকে ধার দেনা করে তিলেতিলে গড়ে তোলা এই দোকানটি পুড়ে যাওয়াতে তিনি এখন নি:স্ব।
বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন