১৯ সেপ্টেম্বর, ২০১৮ ১৭:১৫

পাহাড়ি নারীদের স্বাবলম্বী করতে প্রশিক্ষণ দিচ্ছে টিটিসি

মো. জহুরুল আলম, খাগড়াছড়ি :

পাহাড়ি নারীদের স্বাবলম্বী করতে প্রশিক্ষণ দিচ্ছে টিটিসি

পাহাড়ি নারীদের বিদেশে র্কমসংস্থানের মাধ্যমে স্বাবলম্বী করে তোলার লক্ষে শ্রম ও জনশক্তি র্কম সংস্থান ব্যুরোর অধীনে খাগড়াছড়ির (টিটিসি) টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে হংকং ভাষার উপর প্রশিক্ষণ প্রদান কাজ শুরু হয়েছে। 

হংকং ডিভিশন প্রকল্পের আওতায় শুধুমাত্র হংকংগামী গড়ে তোলার লক্ষ্যে প্রশিক্ষণরত নারীদের গড়ে তোলা হচ্ছে।

জানা গেছে, খাগড়াছড়িতে র্মাচ মাসে শুরু হওয়া প্রশিক্ষণ প্রাপ্ত জুনি মারমা,মাসাউ মারমা সুস্মিতা সরকার ও রুইস্রাসং ত্রিপুরা তারা হংকং ভাষা প্রশিক্ষণ শেষ করে এখন ঢাকায় হংকং যাওয়ার জন্য শেষ প্রস্তুতির কাজ করছে। 

তারা জানান, ভিডিও কনফারেন্স এর মাধ্যমে হংকং এর সাথে তাদের র্নিবাচনী পরীক্ষা চলছে। এ কাজ শেষ হলেই তারা হংকংয়ে স্ব স্ব জায়গায় যোগ দেবেন । হংকং এ বাংলাদেশি টাকায় ১ম র্পযায়ে প্রায় ৫০ হাজার টাকা বেতন তারা পাবে বলে জানান। বর্তমানে প্রশিক্ষণরত ,নেউত্রা মারমা ,মাসাচিং মারমা,সানুম্যা মারমা  তিন জনই গুইমারার বাসিন্দা। তারা জানান, প্রশিক্ষণে তারা হংকং ভাষাসহ হংকংয়ের বাসা বাড়িতে কিভাবে কাজ করবে তা তারা এখানে শিখছে। অত্যন্ত যত্ন সহকারে হংকং ভাষায় পারার্দশী প্রশিক্ষক সুরাইয়া ম্যাডামের কাছে শিখছে। তারা এখানে প্রশিক্ষণকালীন সময়ে থাকা খাওয়া ওচিকিৎসা সবই বিনা খরচে রয়েছে বলে জানিয়েছে। 

প্রশিক্ষক সুরাইয়া এ প্রতিবেদককে জানান ,র্বতমান সরকার পাহাড়ের নারীদের অগ্রাধিকারের ভিত্তিতে হংকং ভাষায় প্রশিক্ষিত করে  নিজেদের র্অথনৈতিক উন্নয়নে সাবলম্বী করে তোলার লক্ষে র্কমসংস্থানের জন্য হংকংয়ে বিনা খরচে পাঠাচ্ছে। ইতোমধ্যে এখানকার পাবত্য অঞ্চল থেকে প্রায় ২০ জন নারী হংকংয়ে চাকরীরত রয়েছে। 

টিটিসির অধ্যক্ষ মো. সোহেল জানান, পাহাড়ের দুঃস্থ নারীদের হংকংয়ে গিয়ে সহজে র্অথ উর্পাজন করার জন্য র্বতমান সরকার এ সুযোগ করে দিয়েছে । বিনা খরচে প্রশিক্ষণ নিয়ে ও  বিনা খরচে  পাসপোর্ট ভিসা সহ হংকং পৌঁছা র্পযন্ত সরকারী ভাবে তারা  সুযোগ-সুবিধা পাবে। বতমানে যারা প্রশিক্ষণে রয়েছে আচাইমা মারমা, অংমাপ্রু মারমা, তুহ্লা মারমা, নেউত্রা মারমা, মাসাচিং মারমা, সানুম্যা মারমা। মারমা, পাইচিং মারমা, দিয়া মারমা , উম্মেচিং মারামা,মাসাউ মারমা , সুস্মিতা সরকার , হ্লাসাইন্দা মারমা ,নিলা চাকমা , রুইম্রাসং ত্রিপুরা ,পংতেইতুমা মারমা , চিংবাই মারমা , মিনাইচিং মারমা।  

প্রশিক্ষণ নেওয়া শির্ক্ষাথীরা জানান, টিটিসি তাদের ছাত্রী নিবাসে রেখে অত্যন্ত সুন্দর পরিবেশ ও নিরাপত্তা সহকারে প্রশিক্ষণ দিয়েছে।

বিডি-প্রতিদিন/ ই-জাহান

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর