আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য করার আহ্বান জানিয়ে সুনামগঞ্জে সংবাদ সম্মেলন করেছে সুশাসনের জন্য নাগরিক (সুজন)। নির্বাচনকে সামনে রেখে দেশব্যাপী এমন প্রচারণার অংশ হিসেবে বৃহস্পতিবার বেলা ১১টায় শহরের শহীদ জগৎজ্যোতি পাঠাগারে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
এতে সভাপতিত্ব করেন জেলা সুজনের সভাপতি অ্যাডভোকেট হোসেন তৌফিক চৌধুরী।
আসন্ন নির্বাচনে সরকার, নির্বাচন কমিশন, সংসদ সদস্য প্রার্থী ও সমর্থক, সচেতন নাগরিকদের নির্বাচনী আচরণবিধির প্রতি সচেষ্ট হওয়ার আহ্বান জানানো হয় তিন পাতার লিখিত বক্তব্যে।
এতে আরও বলা হয়, গণতন্ত্র রক্ষায় একটি অবাদ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের বিকল্প নেই।
সংবাদ সম্মলনে বক্তব্য রাখেন, সুজনের জেলা কমিটির সাধারণ সম্পাদক আলী হায়দার, সাংগঠনিক সম্পাদক শাহীনা চৌধুরী রুবি, সদস্য অ্যাডভোকেট খলিল রহমান, মো. নুরুল হাসান আতাহের, ফজলুল করীম সাইদ, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা সুজনের সাধারণ সম্পাদক আবু সাইদ প্রমুখ।
বিডি প্রতিদিন/এনায়েত করিম