নোয়াখালীর চাটখিলে বিএনপি ও অঙ্গ সংগঠনের শতাধিক নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান করেছেন। বুধবার সন্ধ্যায় বিএনপির নেতাকর্মীদেরকে ফুল দিয়ে দলে বরণ করে নেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সংসদ সদস্য এইচ এম ইব্রাহিম।
উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক নাসির উদ্দিন বকসী, পরকোট ইউনিয়নের বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান শাহ্ নেওয়াজ বকসীসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ যোগদান করেন।
সংসদ সদস্য এইচ এম ইব্রাহিমের নিজ বাড়িতে উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবিরের সভাপতিত্বে যোগদান অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক মোজাম্মেল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন জাহাঙ্গীর, সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল খায়ের ও ইউপি চেয়ারম্যান বাকের আলম মুন্সী প্রমূখ।
এসময় সংসদ সদস্য এইচ এম ইব্রাহিম বলেন, আওয়ামী লীগের রাজনীতি হচ্ছে উন্নয়ন ও অগ্রগতির রাজনীতি। দেশে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সকলকে যার যার অবস্থান থেকে কাজ করে যেতে হবে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন